রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। দলটির প্রতীক হচ্ছে ‘ফুলকপি’। রবিবার (২ ফেব্রুয়ারি) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-৬৪৩১/২০২৩-এর বিগত ১২ ডিসেম্বর ২০২৪ তারিখের রায় ও আদেশ প্রেক্ষিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
দলটির জন্য ফুলকপি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর-৫৪। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সোয়া ১০টায় নির্বাচন ভবনে দলটির নিবন্ধনপত্র গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে ইসি।
দলগুলো হলো জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
আপনার মতামত লিখুন :