Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকার আমাদের কোণঠাসা করতে চাচ্ছে: জি এম কাদের


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক     জানুয়ারি ২২, ২০২৫, ১১:২৯ পিএম সরকার আমাদের কোণঠাসা করতে চাচ্ছে: জি এম কাদের

অন্তর্বতীকালীন সরকার রাজনীতিতে জাতীয় পার্টিকে (জাপা) কোণঠাসা করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। মনে হচ্ছে, আমরা নব্য ফ্যাসিবাদের শিকার।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, কেউ এমন গ্যারান্টি দিতে পারছে না। দ্রব্যমূল্য বাড়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। আধাপেট খাওয়া মানুষের সংখ্যা বেড়েই চলছে।
তিনি বলেন, বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে দেশে বেকারের সংখ্যা বাড়ছে। এককথায় দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন।
‘দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যে কোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, দেশি-বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থিতিশীল ও বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জি এম কাদের আরও বলেন, বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছে না। সরকার চেষ্টা করছে, তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না, এটিই বাস্তবতা।
তিনি বলেন, এমন বাস্তবতায় দেশে একটি শক্তিশালী সরকার প্রয়োজন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন হবে, সে ধরনের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব মনে হচ্ছে না।
জাপা চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনকে দেশ-বিদেশে গ্রহণযোগ্য করতে যে পথে হাঁটতে হবে, বর্তমান সরকার সে পথে হাঁটছে বলে মনে হচ্ছে না। দেশের ৪০টির বেশি রাজনৈতিক দলের মধ্যে হাতে গোনা কয়েকটি দলের সঙ্গে বর্তমান সরকার ঐক্য করছে। এতে দেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো থেকে যাচ্ছে আলোচনার বাইরে।
‘গণমাধ্যমগুলো সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারছে না, যা বিগত সরকারের চেয়ে কোনো অংশে কম নয়।’
তিনি বলেন, দেশের মানুষ বিচার পাচ্ছে না, সেবা পাচ্ছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহায়তা পাচ্ছে না। এ অবস্থায় দেশ একটি অনিশ্চিত ও অশান্ত পরিস্থিতির দিকে ধাবিত বলে আশঙ্কা করছি।
জাতীয় পার্টি নরসিংদী জেলা শাখার ১১১ সদস্যের অনুমোদিত কমিটির সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, জেলা সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নেওয়াজ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম হাসান ও সদস্য আবু সাঈদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নি, প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান ও জেলা নেতারা।

Side banner