সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসদ মার্কসবাদী কার্যালয় চত্ব্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সমপাদক কামরল হাসান, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন, ধনজয় কুমার প্রমুখ।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, দিন দিন শিক্ষারমান ক্রমাগত ধ্বংস হচ্ছে। প্রতি বছর পুনঃভর্তির নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় হচ্ছে, অন্যায় এবং অযৌক্তিক সকল ফি বাতিল করতে হবে।
গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করার দাবি জানান। সেইসাথে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র সংগঠনসহ বিভিন্ন অংশীজনদের নিয়ে আলোচনা সাপেক্ষে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত কর, আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান, ধর্মের নামে মানুষ খুন বন্ধ কর, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবি জানান। সেইসাথে বক্তারা সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে লড়াই সংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :