Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট ও কুমিল্লা


দৈনিক পরিবার | ডেস্ক রিপোর্ট জানুয়ারি ৩, ২০২৫, ১১:৩৯ এএম ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট ও কুমিল্লা

দেশের সিলেট ও কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। 
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

Side banner