Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সিইসির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৪, ০৯:২৬ পিএম সিইসির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এ এম এম নাসির উদ্দিনের এটিই প্রথম কোনো বিদেশি কূটনৈতিকের সঙ্গে সাক্ষাৎ।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি।
এর আগে, গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন। ২৪ নভেম্বর শপথ নিয়ে নির্বাচন ভবনে অফিস শুরু করে নতুন এই কমিশন।

Side banner