মেহেরপুরের গাংনীতে ট্রলি ও মোটরসাইকেল সংর্ঘষে মোটরসাইকেল চালক সজিব হোসেন (১৬) এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব তেতুলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার ফুলবাস আলীর ছেলে ও তেতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।
নিহতের চাচাতো ভাই আরিফুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে আমার মোটরসাইকেল নিয়ে বাজারে ট্রাক্টরের যন্ত্রপাতি আনতে বাজারে যাচ্ছিলো। তেতুলবাড়িয়া ব্রিজের কাছে একটি ট্রলির সাথে সংর্ঘষ হলে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। স্থানীয়দের সহযোগীতায় এক মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :