Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক


দৈনিক পরিবার | ডেস্ক রিপোর্ট নভেম্বর ৭, ২০২৪, ০৩:২৭ পিএম বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। 
বৈঠকের বিষয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।
পোস্টে জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দেওয়া হয়।
এক্স হ্যান্ডেলে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলি কলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ’প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন।
একিকে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পালিয়ে যান। এ ঘটনার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন।
প্রিন্ট বলছে, বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়েও কিছু বলতে চাননি।

Side banner