Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত নারী ফুটবলাররা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২, ২০২৪, ০১:০৪ পিএম প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত নারী ফুটবলাররা

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শিরোপাজয়ী মেয়েদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি যমুনায় প্রবেশ করে।
প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

Side banner