Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নাশকতায় ক্ষতির পরিমাণ জানাল ডিএমপি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৪, ০৮:৪২ এএম নাশকতায় ক্ষতির পরিমাণ জানাল ডিএমপি

কোটা আন্দোলন ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬১ কোটি টাকা ক্ষতি হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, নাশকতাকারীদের হামলায় ডিএমপির বিভিন্ন থানা, ভবন, গাড়ি ও যন্ত্রপাতি ধংস করা হয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকায় মোট ৬৯টি স্থাপনায় হামলা হয়েছে। ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকায় ১৫৪ মামলায় এখন পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ভিডিও দেখে নাশকতা ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। একজন নিরপরাধ লোকও যেন জেলে না ঢোকে এজন্য আমরা বিশ্লেষণ করছি।

Side banner