Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৫, ০৪:২০ পিএম কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
আজ বৃহস্পতিবার রাজধানী দোহায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে তিনটি শূন্যের একটি বিশ্ব শীর্ষক বিষয়ে ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্বকে এগিয়ে নিতে থ্রি জিরো ক্লাব গঠনের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শুধু পাঁচজন তরুণ সিদ্ধান্ত নিয়ে থ্রি জিরো ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করতে পারে।

Side banner