Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দেশজুড়ে বৃষ্টির আভাস


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক     ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:২৫ এএম দেশজুড়ে বৃষ্টির আভাস

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দিনে বেড়েছে গরম। কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টিও। শনিবারও (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী ও খুলনায় বৃষ্টি হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, রবিবার দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রংপুরে বৃষ্টি শুরু হয়েছে। আজ ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমে যাবে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার এবং জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

Side banner