Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

তরুণ প্রজন্ম দেশের প্রাণশক্তি: ড. ইউনূস


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:২৩ পিএম তরুণ প্রজন্ম দেশের প্রাণশক্তি: ড. ইউনূস

তরুণ প্রজন্ম এদেশের প্রাণশক্তি। স্কাউটস আন্দোলন দেশের তরুণদের দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর হার্ডপয়েন্টে সাত দিনব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণাকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্কাউটসে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রতি জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘১৯৯৪ সাল থেকে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পেয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের সংখ্যা মোট স্কাউটসের সংখ্যার ১৩ শতাংশেরও কম। এই সংখ্যাকে আরও বাড়াতে হবে। আমি আশা করি নারীদের স্কাউটসে অংশগ্রহণ বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘দেশে স্কাউটসের মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রমের অবারিত সুযোগ রয়েছে। এই সুযোগ রোভার স্কাউটরা কাজে লাগাতে পারে। শুধু জাতীয় পর্যায়ে নয়, অঞ্চল ও জেলা পর্যায়েও এ ধরনের সমাজ উন্নয়ন ক্যাম্পের আয়োজন করা যেতে পারে।’
তরুণ প্রজন্ম দেশের প্রাণশক্তি: প্রধান উপদেষ্টাবাংলাদেশ স্কাউটসের সপ্তাহব্যাপী কমডেকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
শৈশবের স্মৃতি স্মরণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজেও একজন স্কাউটস ছিলাম। এবারের কমডেকা থিম নির্ধারণ করা হয়েছে-‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’—এটা অত্যন্ত সময় উপযোগী। এদেশের ছাত্র-শ্রমিক-জনতা জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে এ দেশকে। আর যেন এই দেশের মাটিতে কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ইতিহাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে। সেই সুযোগের যথাযর্থ ব্যবহার করতেই হবে। আমরা সবাই মিলে সত্যিকারের একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবো।’
সপ্তাহব্যাপী এ কমডেকায় দেশের ৬৪ জেলার প্রায় পাঁচ হাজার রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী রোভার স্কাউটরা সপ্তাহব্যাপী কর্মসূচিতে ১৪টি আকর্ষণীয় চ্যালেঞ্জিং প্রোগ্রামে অংশ নেবেন।
বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক হামজার রহমান শামীমের সঞ্চালনায় এসময় অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, রেজাউল করিম, আবু সালেহ মহিউদ্দিন প্রমুখ।

Side banner