Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৫, ১১:০৩ পিএম আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
বসুনিয়া বলেন, ‘আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০ গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন। সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে ১০ম গ্রেট বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয় তাহলে এ পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
তিনি বলেন, ‘আমরা আর ঢাকায় আসবো না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব। তবে আমরা প্রত্যাশা করছি, এর মধ্যেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা হবে।’
এর আগে শুক্রবার বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে করে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যান।
সেখান থেকে ফিরে এসে শিক্ষকদের প্রতিনিধি দলটি সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার সহকারী আসার কথা থাকলেও আসেননি। পরে তাদের স্বারকলিপি গ্রহণকারীর কাছে জমা দিতে বললে তারা স্বারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।
এদিন বিকেল সাড়ে ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।

Side banner