Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১

চট্টগ্রামে সমন্বয়কদের বিরোধ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে হট্টগোল


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১২, ২০২৫, ১২:১৮ পিএম চট্টগ্রামে সমন্বয়কদের বিরোধ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে হট্টগোল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় সমন্বয়ক রাসেল শনিবার রাতে সংবাদ সম্মেলন ডাকেন। 
রাসেল আহমেদ সাংবাদিকদের অভিযোগ করেন, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে ‘ডট গ্যাং’ নামে একটি গ্রুপের ছেলেরা আটকে রাখে। পরে শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি।  
রাসেল সংবাদ সম্মেলন শেষ করার সঙ্গে সঙ্গে একই ভেন্যুতে সংবাদ সম্মেলন করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনিও সংবাদ সম্মেলন হান্নান মাসউদের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।
পরপর দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে। হট্টগোল বাঁধলে এক পর্যায়ে হাতাহাতিতে জড়ায় উভয় পক্ষ। এতে কয়েকজন আহত কয়েকজন হয়েছে বলে দাবি করেন ঘটনাস্থলে উপস্থিত উভয় পক্ষের সদস্যরা।
শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ।

Side banner