বাঙালির দীর্ঘ আত্নত্যাগ ও সংগ্রামের মধ্যে দিয়ে পরম পাওয়া বিজয় দিবস। বাঙালির মুক্তির ৫৩ বছর পূর্তিতে চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন "দূর্মর বাংলাদেশ" এর উদ্যোগে ৮ম বারের মতো আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর বায়েজিদ ড্রীমল্যান্ড আবাসিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
আওয়াল খান শাহীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্মর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সহ সা: সম্পাদক মুহা: কামাল পাশা, ব্যবসায়ী বাচ্চু মিয়া, ইঞ্জিনিয়ার আবু সাইদ, আসাদুজ্জামান সাকিব, সোহেল হোসেন, আবদুল বারেক, মাহফুজুল ইসলাম ফাহাদ, আবু রায়হান, আরমান হোসেন, সুইটি বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, ডিসম্বের আমাদের চিরগৌরবের মাস। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার মাস। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। একাত্তরের ১৬ ডিসেম্বরের বিজয় ছিল ঔপনিবেশিক শাসনের অবসান, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক রাষ্ট্র-সংস্কৃতি এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে শহীদের রক্তস্নাত এক মহিমান্বিত বিজয়। সকলকে সমাজের সাম্য সম্প্রীতি ও ভাতৃত্ব বজায় রাখার আহ্বান করেন পাশাপাশি দূর্মর বাংলাদেশের সকল মানবিক কাজের প্রশংসা করেন।
পরিশেষে দোয়া ও মুনাজাতের পর শতাধিক হতদরিদ্র ভাসমান ছিন্ন মূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :