Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ার ফাইটার নিহত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:০৪ এএম সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ার ফাইটার নিহত

বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
এদিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালক শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে। তবে আহত ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়নকে বাঁচানো যায়নি।
শিক্ষার্থীরা জানান, ফায়ার কর্মীকে চাপা দিয়ে ট্রাকের গতি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল চালক। গণপূর্ত ভবনের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড দিলে চালক ট্রাক থামাতে বাধ্য হন। এরপরে তাকে ট্রাক থেকে নামিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, ট্রাকচাপায় আহত ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নকে বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
তিনি জানান, আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন; তবে তার অবস্থা গুরুতর নয়।

Side banner