Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২৪, ০১:০৫ পিএম নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা এর দ্বি-বার্ষিক সম্মেলন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অন্তর্বতীকালীন কমিটির আহ্বায়ক ইব্রাহিম ভূঁইয়া রেনুর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী ও মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগের যৌথ পরিচালনায় সভার প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর এর বিশিষ্ট গন্যমাণ্য ব্যক্তিবর্গের মধ্যে সাবেক হাইকমিশনার সফি ইউ আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অতিরিক্ত সচিব 
ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, অধ্যক্ষ এম এ মোনায়েম, লায়ন শরীফ, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ডা: সিএইচ কিবরিয়া পাভেল, এড. আলী আযম, এড. আব্বাস, এম আমিনুল ইসলাম মুনির সহ সাবেক সভাপতি সাধারণ সম্পাদকগণ।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠের পর সাংগঠনিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির প্রস্তাব উত্থাপিত হয় এবং তা কন্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়। সমিতির কমিটির সদস্যবৃন্দ এবং অতিথিদের বক্তৃতার মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্রথম পর্ব সমাপ্ত হয়।
সমিতির দ্বিতীয় পর্ব প্রধান নির্বাচন কমিশনার জনাব সৈয়দ আবদাল আহমেদ এর সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারগণের উপস্থিতিতে শুরু হয়। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে  প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে প্রার্থীদের সাংগঠনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতাসহ সার্বিক বিষয় পর্যালোচনাক্রমে বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করে যা উপস্থিত সদস্যবৃন্দ করতালির মাধ্যমে সম্মতি জানায়। আগামী দুবছর জন্য সমিতির একাত্তর সদস্যের কার্যকরি কমিটির মধ্যে নির্বাচন কমিশন ২২ সদস্যের আংশিক  কমিটি ঘোষণা করেন যার মধ্যে সভাপতি হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভুঁইয়া, সিনিয়র সভাপতি মো শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক  সৈয়দ মো: সাফিন, প্রথম যুগ্ম সম্পাদক সৈয়দ সাফায়াত মোর্শেদ শুভ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রিয়াদ
প্রচার সম্পাদক এম নাসির রহমান,  দপ্তর সম্পাদক হাসান চৌধুরী, শিক্ষা সম্পাদক জিয়াউল করিম সোহেল নির্বাচিত হোন।
পরে সকলকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদাল আহমেদ সভার কার্যক্রম সমাপ্ত করেন।

Side banner