ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাজধানীর উত্তরা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি এম এ খালেক পিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলের সঞ্চালনায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, মিয়া মো. ইলিয়াস, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ এবং এ্যাডভোকেট আব্দুল হালিম মীর প্রমুখ।
উল্লেখ্য ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ১০৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :