রাজধানীর পুরান ঢাকার পাকিস্তান মাঠ সংলগ্ন ফুটপাতের একটি দোকানে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে তাঁদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিনতে রহমান বলেন, বার্ন ইনস্টিটিউটে পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁরা হলেন রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। সাগর (২৫) নামের আরেকজনের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক বলেন, পাকিস্তান মাঠ সংলগ্ন এলাকার একটি ফুটপাতের দোকানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ছয়জন আহত হয়েছেন বলে জানতে পেরেছেন তিনি।
আপনার মতামত লিখুন :