Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

রমজানে উপলক্ষে অলআউট অ্যাকশনে যাচ্ছে ডিবি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৫, ০২:১২ পিএম রমজানে উপলক্ষে অলআউট অ্যাকশনে যাচ্ছে ডিবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সংস্থাটির প্রধান অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকার সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবো।
শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্তে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রমজান মাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিরামহীন কাজ করে যাচ্ছে ডিবি পুলিশ। ছদ্মবেশে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।
এরইমধ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো বিশ্লেষণের তথ্য জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াচ্ছে। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক সরকারের অনুসারীরাও অপরাধীদের উসকে দিচ্ছে। ইতিমধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।
যারাই অপরাধে যুক্ত হবে- তাদের আইনের আওতায় আনা হবে হুঁশিয়ারি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রমজান মাস উপলক্ষে, ব্যাংক, শপিংমল, লঞ্চ টার্মিনাল, বাসস্টপ ও বিমাসহ যেসব জায়গা ঘিরে মানুষের ব্যস্ততা থাকে; সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ডিবি প্রধান আরও বলেন, আমরা যেমন সাধারণ মানুষের আস্থার স্থল হতে চাই, তেমনই অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। এই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যেকোনও অপরাধ এবং অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি।

Side banner