Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:৪৭ পিএম কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহীন আলম (২৭) ও মো. দিন ইসলাম কালুকে (২৩)। এর আগে, তেজগাঁও থানার একটি টহল দল গত ২৫ ফেব্রুয়ারি কারওয়ান বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় শাহীন পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের ডেকে আনে। তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, চাপাতি ও ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় র‌্যাব-২।

Side banner