Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
বক্তৃতা প্রশিক্ষণ কোর্সের আয়োজনে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:৫১ পিএম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ১০, মসজিদ মার্কেট দোতলায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী ও দানবীর সাঈদ উদ্দিন খান জাভেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অনুবাদক ও নজরুল গবেষক মাহবুবুল হক, কবি ও সম্পাদক জহীর হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী ও তিনবার নির্বাচিত সিআইপি হাজী আব্দুস সোবহান, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান, নারী উদ্যোক্তা আফসানা রোনা ও রিমিক।
সার্বিক পরিচালনায় ছিলেন অনুষ্ঠানের আয়োজক ও বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি শাহজাহান আবদালী।

Side banner