Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

বুড়িগঙ্গায় ভাসছিল আরমানের লাশ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৫১ এএম বুড়িগঙ্গায় ভাসছিল আরমানের লাশ

বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় আরমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহত আরমান মোহাম্মদপুরের আদাবর থানাধীন সুনিবির হাউজিংয়ের বাবুল মিয়ার ছেলে। সে একটি কুরিয়ার কম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভাকুর্তা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের পার্শ্ববর্তী খালেক মিয়ার ইটভাটার কাছ থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, গত চার দিন ধরে আরমান নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আদাবর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সোমবার নদীতে একটি লাশ পাওয়া গেছে এমন খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে আরমানের লাশটি শনাক্ত করি। আরমানকে খুন করা হয়েছে, আমরা এ খুনের সুষ্ঠু বিচার দাবি করছি।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন জানান, লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে সুরতহালের সময় মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner