রাজধানীর সদরঘাটের পূর্ব পাশে লালকুঠি নৌকা ঘাটে আনুমানিক পাঁচ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তারা বাবা-মার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই শিশুটির নাম আলী হোসেন (৫)। তার বাবার নাম আব্দুল মালেক, মা জরিনা বেগম। তবে গ্রাম বা ঠিকানা কিছু জানা যায়নি।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির পরনে স্কুল ড্রেস আছে, তবে আশপাশের কোনো স্কুলের ড্রেসের সঙ্গে এটি মিলছে না। এছাড়া শিশুটি তার পরিচয় বা অন্য কোনো তথ্য দিতে পারছে না। শিশুটির পরিচয় জানতে আমরা অনুসন্ধান চালাচ্ছি।
আপনার মতামত লিখুন :