Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাজধানীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৪৩ পিএম রাজধানীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

রাজধানীর শনিরআখড়ায় কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শনিরআখরা জাপানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা বিউটি বেগম জানান, আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসায় কাজ করি। বিকেল ৪টার দিকে আমার ছেলে নুর ইসলাম বাইরে বড়ই পারতে গিয়ে একটি বস্তু পায়। কিন্তু আমরা বুঝতে পারিনি এটা বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণ হয়। এতে নুর ইসলামের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। 
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখন আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, বোমা সাদৃশ্য কোনো বস্তু বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর পেয়েছি। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।

Side banner