Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ 


দৈনিক পরিবার | শাহিন নুরী জানুয়ারি ৯, ২০২৫, ০২:৩৬ পিএম গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ 

গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ৩ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।। সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন ও শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, কুদ্দস আলম, জাভেদ হোসেন ও মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, ডিবিসি প্রতিনিধি রিকতু প্রসাদ, দৈনিক বাংলা প্রতিনিধি মাছুম বিল্লাহ প্রমুখ।
এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ দরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বলের টোকেন বিতরণ করেন। কম্বল পেয়ে সাধারণ মানুষজন বলেন, শীতে অনেক কষ্ট করছিলাম। গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেয়ে অনেক উপকৃত হলাম।
প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন বলেন, আগামীতেও সাংবাদিকতা পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজের কল্যাণকর কাজের সাথে গাইবান্ধা প্রেসক্লাব সবসময় নিজেকে সম্পৃক্ত রাখবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

Side banner