Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

প্রেসক্লাব খোকসার কমিটি গঠন ও অফিস উদ্বোধন


দৈনিক পরিবার | মোঃ সবুজ আলী, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২৫, ০৫:১৩ পিএম প্রেসক্লাব খোকসার কমিটি গঠন ও অফিস উদ্বোধন

খোকসায় উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন 'প্রেস ক্লাব খোকসা' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি পুলক সরকার এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ আহম্মেদ আজমল।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে কমলাপুর গার্লস স্কুলের পাশে অবস্থিত প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ সভাপতি বিজয় টেলিভিশনের তানভির লিটন, একুশে নিউজের হাফিজুর ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাগরণী টিভির শামীম হাসান খান, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নুর আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের মোকাররম হোসেন সাবু, দপ্তর সম্পাদক দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার প্রতিনিধি চিতা বিশ্বাস ও প্রচার সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার আকাশ হোসেন।
ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা হলেন আনন্দ টেলিভিশনের মোস্তাফিজুর রিগান ও নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের নোবাজ্জেল হোসেন নোবান। সদস্য পদে রয়েছেন- দৈনিক খোলা চোখ পত্রিকার আকাশ আহম্মেদ বাপ্পী, দৈনিক পরিবার পত্রিকার মো. সবুজ আলী, সকালের শিরোনাম পত্রিকার মো. নাজিম উদ্দিন ও দৈনিক এশিয়া পত্রিকার শামীম হোসেন।
উপদেষ্টা পদে রয়েছেন মাই টিভির লিপু খন্দকার ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোহাগ মাহমুদ। প্রসঙ্গত, সঠিক ও বস্তুনিষ্ঠ খবর, এই ¯েøাগানকে সামনে রেখে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় প্রেসক্লাব খোকসা। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন করতে কাজ করে আসছে সংগঠনটি।

Side banner