Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

নিয়ামতপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল ও সম্পাদক জনি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২৮, ২০২৪, ০৭:৩৭ পিএম নিয়ামতপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল ও সম্পাদক জনি

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনি আহমেদ। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।
উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক মো. জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মো. আল মাহমুদ, মো. নূরুন নবী নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে মো. তোফাজ্জল হোসেন (দৈনিক কালের কণ্ঠ, দৈনিক করতোয়া) পঞ্চমবারের মত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে জনি আহমেদ চতুর্থবারের মত (দৈনিক ইত্তেফাক, দৈনিক আলোকিত সকাল) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল মতিন (দৈনিক প্রভাতী নিউজ), সহ সভাপতি মো. আলমগীর হোসেন মন্ডল (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক মো. জামাল হোসেন (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন (দৈনিক গণমুক্তি), দপ্তর সম্পাদক মো. শাকিল হোসেন (দৈনিক মানবজমিন), আইন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন শিমুল (দৈনিক দেশচিত্র), ক্রীড়া সম্পাদক মো. আল মাহমুদ (দৈনিক সময়ের কন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরান হোসেন (দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসিকুল ইসলাম (দৈনিক খবর), কার্যকরী সদস্য এস এ সাগর (দৈনিক ভোরের কাগজ), সাহান শাহ (দৈনিক জবাবদিহি) সহ ১৮ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্যনিবার্হী সদস্যরা হলেন মো. জাবেদ আলী (দৈনিক সকালের সময়), মো. সেলিম রেজা ডালিম, (দৈনিক সংবাদ প্রতিদিন), রতন কুমার (দৈনিক লালগোলাপ)।
এছাড়া সিনিয়র সাংবাদিক মো. নূরুন নবী (দৈনিক বাংলাদেশ বুলেটিন) কে উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়। 
নির্বাচন শেষে আহবায়ক কমিটির আহবায়ক মো. জামাল হোসেন আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর