Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
সভাপতি জাকির হোসন খান, সম্পাদক জিয়াউল ইসলাম

পাথরঘাটা মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মল্লিক এম.আই বুলবুল সোহেল ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:২৭ পিএম পাথরঘাটা মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

বরগুনার পাথরঘাটা মডেল প্রেসক্লাবের ২০২৫ ও ২৬ সালের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার দেশ ও মানবজমিন এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবর ও আলোকিত প্রতিদিনের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল ইসলাম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল চারটার দিকে পাথরঘাটা মডেল প্রেসক্লাবের তিন জন সদস্য নির্বাচন কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন। তাদের অধীনে নির্বাচন সম্পন্ন হয়। পরে বিকাল সাড়ে ৫ টায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কর্মকর্তা ইসমাইল শিকদার অপর দুই নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ফাহিম ও মাসুম বিল্লাহ কে সাথে নিয়ে ফলাফল ঘোষণা করেন। 
‎এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন। তারা হলেন, সহ-সভাপতি দৈনিক আলোর দিগন্ত পাথরঘাটা প্রতিনিধি ইসমাইল সিকদার এসমে, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন পাথরঘাটা প্রতিনিধি ফাহিম মাহমুদ, অর্থ সম্পাদক পদে বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মল্লিক মোঃ ইলিয়াস বুলবুল সোহেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক মুক্তির লড়াই জেলা প্রতিনিধি আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক পদে দৈনিক মুক্তির লড়াই উপজেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেন,  প্রশিক্ষণ তথ্য ও গভেষণা সম্পাদক পদে দৈনিক শিক্ষা পাথরঘাটা প্রতিনিধি রাসেল খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান কবির ও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আলোর দিগন্ত জেলা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য এ কার্যকারী কমিটি ঘোষণা করেন ওই নির্বাচন কর্মকর্তারা। 
অন্যান্য সদস্যরা হলেন দৈনিক এশিয়াবানী’র পাথরঘাটা প্রতিনিধি জিয়াউর রহমান ফাহিম, দৈনিক সোনালী কন্ঠ’র পাথরঘাটা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, দৈনিক মুক্ত খবর পাথরঘাটা প্রতিনিধি নাজমুল হাসান, ক্রাইম রিপোর্ট এর বরগুনা প্রতিনিধি মোঃ সোহেল, দৈনিক রুপসী বাংলার পাথরঘাটা প্রতিনিধি রেজাউল ইসলাম ও দৈনিক ক্রাইম রিপোর্টার এর পাথরঘাটা প্রতিনিধি মোঃ আলাইউদ্দিন রায়হান।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর