Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রাউজানে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:০৫ পিএম রাউজানে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ৪ টায় রাউজান প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রেস ক্লাবের ব্যস্থাপনায় সংগঠনের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজ সেবা অফিসার মো. মনির হোসেন।  
সংগঠনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গাজী জয়নাল আবেদীন যুবায়ের। 
এতে বিশেষ অতিথি ছিলেন মো. জুলফিকার ওসমান সিআইপি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের এম. জাহাঙ্গীর নেওয়াজ, দৈনিক প্রথম আলোর এস.এম. ইউসুফ উদ্দিন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ভোরের কাগজের রমজান আলী, যীশু সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের কামাল উদ্দিন, সহ সভাপতি আমাদের সময়ের হাবিবুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আমার সংবাদের লোকমান আনসারী, সময়ের আলোর আমির হামজা, বাংলাদেশ পোস্টের সাজ্জাদ হোসেন,  আজকের পত্রিকার আরফাত হোসেন সকালের সময়ের আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, সোহেল রানা প্রমুখ।

Side banner