Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:৫২ পিএম ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে অন্তর্বতীকালীন সরকার খালেদা বেগমকে নিয়োগ দিয়েছে। 
সোমবার (২৩ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ডিএফপির মহাপরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োগ দেয়। তিনি গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।
ডিএফপির বর্তমান মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পদে চলতি দায়িত্বে বদলি করা হয়। এছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদা বেগম অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএস তথ্য সার্ভিসের যোগ দেন। তিনি নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। 

Side banner