Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পীরগাছা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:৩২ পিএম পীরগাছা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রংপুরের পীরগাছায় প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে ১৫ জন সাংবাদিক এই ভোটাধিকার প্রয়োগ করেন। 
এতে সাংবাদিকদের ভোটের মাধ্যমে দৈনিক পরিবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সী সভাপতি পদে ও দৈনিক মানবকন্ঠ উপজেলা প্রতিনিধি সৈয়দ আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিতহন। 
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত একাডেমিক সুপার ভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম আমিনুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের আহ্বায়ক শাহ কামাল ফারুক লাবু, সদস্য সচিব শাহ জাহান সিরাজ মাসুদ প্রমুখ। 

Side banner