Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্টগ্রাম সাংবাদিক শাহ নওয়াজকে সংবর্ধনা


দৈনিক পরিবার | ইসমাইল ইমন ডিসেম্বর ২১, ২০২৪, ০১:৫৯ পিএম চট্টগ্রাম সাংবাদিক শাহ নওয়াজকে সংবর্ধনা

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মনোনীত হওয়ায় সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম প্রেসক্লাব'র এস রহমান হল এ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক ও প্রকাশক, মাইটিভি চট্টগ্রাম ব্যুরোচীফ আলহাজ্ব নুরুল কবির। 
ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক সাংবাদিক মুনীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস্ ভিউ সম্পাদক ও প্রকাশক, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব ওসমান গণি মনসুর।
প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য বীরমুক্তিযোদ্বা মঈনু উদ্দিন কাদেরী শওকত।  প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম এর সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক ও প্রকাশক, জাতীয় প্রেস ক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী। সম্মানিত অতিথি দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। সম্মানিত অতিথি অতিথি অবিভক্ত সাতকানিয়া স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন কারী, সাবেক ছাত্রনেতা, নাগরিক ঐক্যর প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্বা সৈয়দ আবদুল মাবুদ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন চ্যানেল এস এর হেড অব নিউজ মিল্টন রহমান।
আলোচনায় অংশ নেন এবি পাটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এডভোকেট গোলাম ফারুক, সীতাকুণ্ড প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আ ফ ম রোরহান, মানবাধিকার নেতা এডভোকেট আবদুল গফুর তালুকদার, ছাত্র আন্দোলন এর সমন্বয়ক জোবাইর আলম মানিক, দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা, এসডিজি ইয়ুথ ফোরাম এর চেয়ারম্যান নোমান উল্লাহ বাহার, মানবাধিকার নেত্রী ফারহানা আফরোজা খানম, চট্টবাণী নির্বাহী সম্পাদক এস ডি জীবন, চট্টগ্রাম ভয়েস এর সম্পাদক শেখ ফরমান উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের বাংলা চট্টগ্রাম'র ব্যুরো চীফ ইসমাইল ইমন, কর্ণফুলী সংবাদ এর সম্পাদক এম এ তাওহীদ, লাভ বাংলাদেশ চটগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদার, কর্ণফুলী ও আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি এম ডি এস রাজু।
সভায় বক্তরা বলেন সংবাদপত্র, মিডিয়াকে মাফিয়া ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া প্রয়োজন।  বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশার আলোকে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সকল মহলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ গুনিজন কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। যথাক্রমে দি ডেইলি পিপলস্ ভিউ সম্পাদক ও প্রকাশক, আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব ওসমান গণি মনসুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল মনোনীত হওয়ায় সম্মাননা প্রদান। 
দেশ বিদেশে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক নেতা বীরমুক্তিযোদ্বা মঈনু উদ্দিন কাদেরী শওকত। 
সাংবাদিক ও সম্পাদকদের অধিকার আদায়ে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এডিটর ফোরাম এর সভাপতি মিজানুর রহমান চৌধুরীর। 
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য অবিভক্ত সাতকানিয়া স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন কারী বীরমুক্তিযোদ্বা সৈয়দ আবদুল মাবুদ। 
প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক
কুরআন তেলোয়াত করেন তাজফিজুল কুরআন একাডেমির পরিচালক মাওলানা আবরারুল হক।

Side banner