Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


দৈনিক পরিবার | শাহিন নুরী ডিসেম্বর ১৮, ২০২৪, ০৯:৪৮ পিএম গাইবান্ধায় ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে ৮২ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। 
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বসতবাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল মিয়া গোবিন্দপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাসেল মিয়ার বসতবাড়ি থেকে ৮২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর