Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:১৬ পিএম সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। 
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয় মিলনায়তনে এ দায়িত্ব গ্রহণ করেন নতুন কমিটি। গত ২৭ নভেম্বর বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে দৈনিক প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলামকে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহমেদ হাসুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। 
নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও রাজধানী টেলিভিশনের সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্র পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, উপদেষ্টা (সদস্য) বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, নির্বাহী সদস্য পদে রাইসুল ইসলাম খোকন, সাঈদ মাহমুদ নির্বাচিত হয়েছেন। 
উক্ত নব নির্বাচিত কমিটির কাছে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ দায়িত্ব হস্তান্তর করেন।

Side banner