Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নওগাঁর প্রয়াত প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের স্মরণসভা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | নাজমুল হক ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:৪৬ পিএম নওগাঁর প্রয়াত প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের স্মরণসভা অনুষ্ঠিত 

নওগাঁর প্রয়াত প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে স্বরণ সভার আয়োজন করে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুর রশীদ তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আকরাম হোসেন, সহ-সভাপতি সাইফুল আলম বিপ্লব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রেজা, অর্থ সম্পাদক ও প্রয়াত প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের ছেলে সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক আবু জার গাফ্ফারী ও সদস্য মিজানুর রহমান মানিক প্রমুখ।

Side banner