ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়াম শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (ট্র্যাব) এর সভাপতি মো. কাদের মনসুর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী।
শপথ গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ সভাপতি (১) ফয়সল আহমেদ খান সহ মোট ১৫ জন।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাব ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হবার পর ৩৬ বছর পর এই প্রথম প্রত্যক্ষ্য ভোটে গত ২ ডিসেম্বর উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা কার্যকরী কমিটি গঠন করেন।
বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন বলেন, শুধু গলায় কার্ড ঝুলাইলেই সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিক হতে হলে দেশ প্রেমের পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ, মেধা ও দায়িত্বশীল হতে হবে।
আপনার মতামত লিখুন :