Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় 


দৈনিক পরিবার | মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২৪, ০৪:২১ পিএম বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় 

বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় এর আমন্ত্রণে উপজেলা প্রেসক্লাব ও স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত স্থানীয় সংবাদ কর্মীদের কাছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান, শিক্ষা, উন্নয়ন সহযোগী কর্মকান্ড ও রাজনৈতিক পরিবেশ এর উপর আলোকপাত করে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। 
এসময় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে সম্প্রতি উপজেলায় আইন শৃঙ্খলার চরম অবনতি, চুরি বেড়ে যাওয়া, প্রকাশ্যে মাদক ব্যবসা, চিনি সিন্ডিকেট, বিশ্বনাথ উপজেলায় সদ্য নিয়োগকৃত বিতর্কিত প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়, বাজার মনিটরিং এবং পৌর সভায় যানজট নিরসনে কঠিন প্রদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে প্রশাসনের উদ্যোগী হতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহিন উদ্দিন। 
এসময় সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া ইউএনও'র দৃষ্টি আকর্ষণ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকতা পেশায় বিশ্বনাথে বৈষম্য দুর করা প্রয়োজন। বিশ্বনাথে কয়েকজন দুর্নীতিগ্রস্থ সাংবাদিক স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টিতে লিপ্ত রয়েছেন। তারা বিভিন্ন সময় প্রশাসনের ছত্রছায়ায় অপকর্মেও জড়িত। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পরিবেশ যেন প্রতিষ্ঠা পায় সবার জন্য প্রশাসনের দৃষ্টি যেন সমান থাকে এই বিষয়ে প্রশাসন যেন সজাগ থাকেন। এছাড়া বিশ্বনাথের সার্বিক পরিস্থিতির বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: সাদেক আলী প্রমুখ।
রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে প্রশাসনের কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর