ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা কে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে ফুলপুর উপজেলা সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এর পরিচালনায় প্রেসক্লাব সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মদ।
এ-সময় মো. সেলিম রানা, মো. বাহার উদ্দিন, মফিদুল ইসলাম, মোতালেব হোসেন, মাসুদ রানা, আতিকুল ইসলাম ফকির, নয়ন মিয়া, রবিউল হক বাবু, মাওঃ ফয়জুর রহমান, সুজন, নুর হোসেন, লোকমান, তপু রয়হান রাব্বি, উজ্জ্বল চৌধুরী, এই এম শামীম, শরিফুল ইসলাম, মাওঃ ইকবাল হুসাইন প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :