Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান 


দৈনিক পরিবার | দেবহাটা প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ০৫:০৮ পিএম দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন ঘোষ বাপি’র পরিচালনায় বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি রাজু আহম্মেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিত বোস্তামি উজ্বল, সদস্য কবির হোসেন, এসকে ওভি, দিপঙ্কর বিশ্বাস, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার দেবহাটা ব্যুরো আবু সাঈদ, দৈনিক রানার পত্রিকার আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 
এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির উজ্বল দৃষ্টান্ত। স্বাধীনতার চেতনার মূলে ছিল সাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা। এদেশের সব মানুষের নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তাই কোন ভয় বা বাধাহীন ভাবে সে তার নিজ ধর্ম পালন করবে। বর্তমান উপদেষ্টা সরকার প্রধান হিন্দু ধর্মের বৃহৎ উৎসব পালনের জন্য ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। সেই সাথে শারদীয় উৎসবকে সম্মান জানিয়ে এই প্রথম সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে ৪ দিনের ছুটি দিয়েছেন। যা সাম্প্রদায়িক সম্প্রতির সেতু বন্ধন হিসাবে কাজ করবে। 
এদিকে, সপ্তমীদিনে দেবহাটা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় সনাতন ধর্মাবলম্বীরা নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। সেই সাথে সনাতন সদস্যদের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি উপজেলার ২১টি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Side banner