Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ


দৈনিক পরিবার | মো. সিফাত রানা  অক্টোবর ৬, ২০২৪, ০২:৩৯ পিএম চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ

টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবিলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সিটিজেএ'র আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। 
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের আলাউদ্দিন হোটেল এণ্ড রেষ্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি রফিকুল আলমকে আহ্বায়ক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলকে সদস্য সচিব এবং এসএ টিভির প্রতিনিধি আহসান হাবিবকে সদস্য করা হয়।
একই সময় ৫ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করা হয়েছে। এতে ৭১ টিভির প্রতিনিধি একেএস রোকনকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়াও সদস্য পদে রয়েছেন- চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আনোয়ার হোসেন, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী ও সময় টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

Side banner