Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি তুহেমকে সংবর্ধনা প্রদান


দৈনিক পরিবার | মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ, সিলেট সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৯:৪৭ পিএম বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি তুহেমকে সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পরে বিশ্বনাথ পৌর শহরের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক কবি এস. পি  সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একে এম তুহেমের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এ কে এম তুহেম। বিশেষ অথিতিবৃন্দ হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার ইমাদ উদ্দীন, খেলাফত মজলিশ সিলেট সাংগঠনিক কাজী মাও আব্দুল ওদুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহান মেম্বার, ৬ নং সদর বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিশ্বনাথ শাখার প্রতিষ্টাতা সভাপতি ও মহিলা কলেজের চেয়ারম্যান মোসন আলী,জামায়াতে  মৃত্যুঞ্জয়ী নেতা আমজদ হোসেন, আলোকিত সুর ফোরামের সভাপতি কাওছার আহমদ,অলংকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, জামায়াত নেতা টিপু আলী।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও কুরআন তেলাওয়াত করেন,  কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম।
উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ দেব, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য ছালেক উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সিলেট চ্যানেল ফেইসবুক পেইজ এর পরিচালক আনোয়ার হোসেন, লন্ডন টু সুনামগঞ্জ পেইজের পরিচালক রফিক মিয়া, কিং টিভি সিলেট এর পরিচালক নাজমুল খান, এসএনবি লাইভ টিভির সহকারী আল তাহমিদ,বিজয় কর্মকার,এটিভি সেভেন এর পরিচালক আলী হোসেন মোল্লা প্রমুখ।

Side banner