Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে জামায়াতে মতবিনিময়


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:২৯ পিএম পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে জামায়াতে মতবিনিময়

পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামী। দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাবনা জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিওআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সহকারি সেক্রেটারি অধ্যাপক  আব্দুল গাফফার খান, মিডিয়া বিভাগের সেক্রেটারি উপাধাক্ষ আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা  জাকারিয়া খান, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত একটি ইসলামী কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতি,সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের নির্বিচারে গণহত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হওয়া দরকার। জামায়াত সম্পর্কে অপ্রচার চালানো হয়েছে, জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করাতে চেয়েছিল। জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় তারা পলায়ন করেছে। জামায়াত ক্ষমতায় গেলে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। সাবেক ভূমিমন্ত্রী টাকা পাচার করে লন্ডনে ৩৬০ বাড়ি বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এগুলো ফিরিয়ে আনতে হবে।
ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষণের নাটকের নামে বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে বন্দি রেখেছিলেন।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান। সভায় পাবনায় কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Side banner