Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মনিরামপুরে নবাগত ইউএনওকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা


দৈনিক পরিবার | মাসুদ রায়হান, মনিরামপুর, যশোর সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৭:৫৫ পিএম মনিরামপুরে নবাগত ইউএনওকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা

যশোরের নেহালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মনিরামপুরের নবাগত ইউএনও নিশাত তামান্নাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসে নিজ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর প্রেসক্লাবের সভাপতি জি এম টিপু সুলতান, সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম, আঃ রহিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আঃ কুদ্দস সাগর, সাংগঠনিক সম্পাদক মাছুদ রায়হান, নির্বাহী সদস্য মাসুম বিল্লাল।
মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নাকে নেহালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, মৎস্য ঘের, সবজি ক্ষেত, নদীর শেওলা নেট পাটা অপসারন চিনাটোলা সংলগ্ন হরিহরনদ ও ভবদহ এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না প্রেসক্লাবের সকলের কথা শুনে সকল বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

Side banner