বগুড়ার সোনাতলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।
উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) মতবিনিময় করেন তিনি।
এ সময়ে ইউএনও উপস্থিত সাংবাদিকদের মুখে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের বিষয় শুনে দুঃখ প্রকাশ করে বলেন অবশ্যই আগামীতে প্রেসক্লাবের পরিবেশ সৃষ্টির চেষ্টা উপজেলা পরিষদের পক্ষ থেকে নেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগের উপজেলা প্রতিনিধি ও সাবেক সভাপতি রেজাউল করিম মানিক, এস টিভির স্টাফ রিপোর্টার মিনহাজুল বারি মিম, দৈনিক আমার সুন্দর দেশের উপজেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, দৈনিক নাগরিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি হারুনর রশিদ, দৈনিক বগুড়ার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শাহিন, দৈনিক যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, সিএন বাংলার স্টাফ রিপোর্টার জাহিনুর ইসলাম, দৈনিক আজকালের খবর এর পৌর প্রতিনিধি তৌহিদ ইসলাম, দৈনিক পরিবার এর উপজেলা প্রতিনিধি বিকাশ স্বর্ণকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :