Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | শাহ্ মো. মামুনুর রহমান সেপ্টেম্বর ৮, ২০২৪, ১০:৫১ পিএম হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপারস্থ হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ডেইলি নিউএইজ এর জেলা প্রতিনিধি ও বাংলা কণ্ঠ পত্রিকার সম্পাদক এস এম খোকন।
সাধারণ সম্পাদক ও নিউজ হবিগঞ্জ’র সম্পাদক সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ শেখ এম এ জলিল, সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, অর্থ-সম্পাদক ও নিরাপদ নিউজের জেলা প্রতিনিধি শেখ তানভীর হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক প্রথম সেবা’র জেলা প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক ও দৈনিক জাতীয় অর্থনীতি’র জেলা প্রতিনিধি শাহ মামুনুর রহমান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি ও দৈনিক সেরা কণ্ঠ’র সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু প্রমুখ।
এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি গুলো দ্রুত পূণঃ গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া প্রতিমাসের শেষ শনিবার সাধারণ সভা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

Side banner