Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ


দৈনিক পরিবার | ইব্রাহিম হোসেন জুলাই ৫, ২০২৪, ০১:০০ পিএম নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব নামে একটি প্রেসক্লাবের আত্ম প্রকাশ ও প্রেসক্লাবটি পরিচালনার জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টা হতে বেলা ৪টা পর্যন্ত নাটোর কোর্ট আদালত চত্ত্বরে পাশে চাট্টা নামক রেস্তোরাঁর ২য় তলায় নাটোর জেলা জজ আদালতের এপিপি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ এর আহব্বানে নাটোর জেলা ও জেলার সকল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রকাশক-সম্পাদকদের নিয়ে আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ ঘটে। উক্ত সভায় দৈনিক উত্তর বঙ্গবার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদের সভাপতিত্বে ও এ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি ও এ্যাডভোকেট হারন-অর রশিদ বুলবুল এর সঞ্চালনায় আলোচনা ও সকলের মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবটি পরিচালনার জন্য এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখকে সভাপতি, রেজাউল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক, ৭ উপজেলায় ৭ জনকে সহ-সভাপতি রায়হানুল ইসলাম রানা, অমর ডি কস্তা, সৌরভ সোহরাব, আব্দুর রশিদ মাস্টার, এ্যাডভোকেট সোহেল রানা, বাকি বিল্লাহ্ রশিদী, জালাল উদ্দিন ৭ উপজেলায় ৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ইব্রাহিম হোসেন, সুরুজ, জামাল উদ্দিন, আকতার হোসেন অপূর্ব সাংগঠনিক সম্পাদক এমরান আলী রানা, দপ্তর সম্পাদক শরিফ, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট হারন-অর রশিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল ইসলাম মোহন, আইন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম সরদার সহ মোট ৫১ জন সদস্যর নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, নাটোর প্রেসক্লাবে বিশেষ ক্ষমতা বলে নাটোর জেলার ৪টি আসনের ৪ জন সংসদ সদস্য, একজন মহিলা সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এবং অত্র ক্লাবটির সাংবাদিক সদস্যদের আইনী অধিকার নিশ্চিত করতে নাটোর জেলা জজ আদালতের পিপি ও জিপি এবং জেলার সকল স্থানীয় প্রকাশিত পত্রিকার প্রকাশক-সম্পাদক মহোদয় উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে থাকবে বলে সকলের একমত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Side banner