কুড়িগ্রামের চিলমারীতে “সাংবাদিক ফোরামের” আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় দিকে সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিক ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
মিছিলটি পাম্পের মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামন থেকে বের হয়ে, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেলের মাম্পের মোড়ে এসে, রাস্তায় অবস্থান করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি ফাহমিদুল হক বুলেট, চিলমারী হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন, চিলমারী সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাফি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক রকি, নারী বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার তিশা, ইসরাদ জাহান এনিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তাগণ বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ইসরাইলে উৎপাদিত সবধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :