Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রামগঞ্জে তথ্য উপদেষ্টার বাবা বাচ্চুর ওপর হামলা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৩১, ২০২৫, ০৮:০২ পিএম রামগঞ্জে তথ্য উপদেষ্টার বাবা বাচ্চুর ওপর হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুর ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় মাহফুজ আলমের নিজ গ্রাম রামগঞ্জ উপজেলার নারায়ণপুর মোল্লাবাড়িতে ওই হামলা হয় বলে জানা গেছে।
আজিজুর রহমান বাচ্চু ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা এদিন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান বাচ্চু বাধা দেন। এতে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন।
ছাত্রলীগ নেতা মেহেদী মঞ্জু সম্পর্কে আজিজুর রহমান বাচ্চুর ভাতিজা। এ বিষয়ে মেহেদী মঞ্জু বলেন, রাজনীতি করে কখনও কারো ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে রবিবার বিকেলে বাড়িতে আসি। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।
ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চুর মোবাইল ফোনে কল দিলে তার পরিবারের এক সদস্য কল রিসিভ করেন। তবে পরিচয় না দিয়ে তিনি জানান, আজিজুর রহমান বাচ্চু এখন ভালো আছেন, বাড়িতেই রয়েছেন।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আজিজুর রহমান বাচ্চুর বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসা করানো হয়।
ওসি বলেন, আমিও আজিজুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতাল গিয়েছি। তাকে রবিবারই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

Side banner