Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

তেঁতুলিয়ায় নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


দৈনিক পরিবার | আহসান হাবিব মার্চ ১০, ২০২৫, ০২:৫০ এএম তেঁতুলিয়ায় নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের সঙ্গে পরিচিতি মতবিনিময় সভা করেছেন। 
রবিবার (৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্যের মাঝে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প, পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমাধানের জন্য  সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সঙ্গে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 
শেষে উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে আহনাফ সিটিআই এর পরিচালক ও সাংবাদিক এম এ বাসেত এর লেখা ‘‘তেঁতুলিয়ার ইতিহাসন ও পর্যটন শিল্প’’ এবং ‘‘স্বপ্নঘেরা’’ দুটি বই নবাগত ইউএনওকে দিয়ে অভিনন্দন জানান। 
এসময় তেঁতুলিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner